পাংশায় কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত স্বাধীন খবর স্বাধীন খবর স্বাধীন খবর প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪ আল আমিন হোসেন রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর পাংশায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত পাংশা উপজেলায় কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১২ নভেম্বর সকাল থেকে উপজেলার পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে এই খেলার আয়োজন করা হয় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস. এম আবু দারদা, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল, পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা খাতুন, কাচারীপাড়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন ও সিনিয়র সাংবাদিক মোঃ মাসুদ রেজা শিশিরসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। এ সময় কাবাডি খেলায় চ্যাম্পিয়ান হয়েছে কাচারীপাড়া স্কুল এন্ড কলেজ এবং রানার্স আপ হয়েছে কাজী আব্দুল মাজেদ একাডেমী। এবং দাবা খেলায় চ্যাম্পিয়ান হয়েছে পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী উম্মে তানজিলা ও রানার্স আপ হয়েছে কাজী আব্দুল মাজেদ একাডেমীর ছাত্রী অন্বেষা মন্ডল। SHARES খেলাধুলা বিষয়: