পাংশায় জিয়া পরিষদের নতুন কমিটি ঘোষণা, সভাপতি জিন্নাহ, সাধারণ সম্পাদক কুদ্দুস স্বাধীন খবর স্বাধীন খবর স্বাধীন খবর প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪ আল আমিন হোসেন রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জিয়া পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ অক্টোবর সন্ধ্যায় পাংশা উপজেলা বিএনপির কার্যালয় এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এসময় জিয়া পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়। সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় ও পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যক্ষ এ.আর মাহমুদুল হক রোজেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাংশা কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, জেলা বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম মুজাহিদ, হাবাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আ: লতিফ খান, জিয়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এম,এ জিন্নাহ, জিয়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আ: কুদ্দুস। আলোচনা সভা শেষে জিয়া পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক এম,এ জিন্নাহ, সাধারণ সম্পাদক হিসেবে সহকারী অধ্যাপক আ: কুদ্দুস ও সাংগঠনিক সম্পাদক হিসেবে ডা. আবুল হোসেন কলেজের প্রভাষক আলমগীর হোসেনের নাম ঘোষণা করা হয় । আগামী কয়েকদিনের মধ্যে জিয়া পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মৌরাট ইউনিয়ন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আ: রহমান মুন্সী, কলিমহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিধান কুমার বিশ্বাস, পাট্টা ইউনিয়ন বিএনপি নেতা মুরাদ বিশ্বাস ও উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। SHARES রাজনীতি বিষয়: