পাংশায় মায়ের উপর অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা 

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪
আল আমিন হোসেন
রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশায় মায়ের উপর অভিমান করে ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে দশম শ্রেণির এক ছাত্রীর আত্মহত্যা।
মঙ্গলবার ১২ নভেম্বর রাত ১ টা ৩০ মিনিটে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল ১১ নভেম্বর রাত ৮ টায় সে ইঁদুর মারা ট্যাবলেট খায়।
মৃত শিক্ষার্থী হলেন, উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর গ্রামের মোঃ আলাল মন্ডলের মেয়ে মোছাঃ আকলিমা খাতুন। সে হাবাসপুর কাশিম বাজার রাজ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহতের বাবা আলাল মন্ডল বলেন, আমার মেয়ের মাথায় একটি সমস্যা ছিল। গতকাল এসএসসির টেস্ট পরীক্ষা তার শেষ হয়। তার পরীক্ষা নাকি তেমন ভালো হয়নি। আকলির মা আবার তার উপর রাগ করেছে, লেখাপড়া বাদ দিয়ে শুধু ফোন চালালে তো পরীক্ষা খারাপ হবেই। তাই মেয়ে আমার তার মায়ের উপর অভিমান করে ঘরে থাকা ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে হাবাসপুর কাশিম বাজার রাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষা মোঃ চাঁদ আলী সিকদার বলেন, আমি সংবাদ পেয়ে আমার ছাত্রীর বাড়িতে গিয়ে জানতে পারি। গতকাল পরীক্ষা দিতে আসার আগেই তার মা বাবার উপর অভিমান করে কোনো খাবার না খেয়েই স্কুলে আসে। পরীক্ষা শেষ করে বাড়ীতে গিয়ে সন্ধ্যায় ঘরে থাকা ইঁদুর মারা ঔষধ খায় সে। পরে পরিবারের লোক তাকে পাংশা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় মধ্য রাতে তার মৃত্যু হয়। আমার ছাত্রীর এমন মৃত্যুতে আমরা শোকাহত।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সোমবার দিবাগত রাত ২ টার দিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সংবাদ পাই। বিষপানে একজন স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রজু করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ রাজবাড়ী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। জানা গেছে, গতকাল মেয়েটির টেস্ট পরিক্ষা ছিল। পরিক্ষা ভালো না হওয়ায় মা-বাবা রাগ করে। এ অভিমানে মেয়েটি ইঁদুর মারা ট্যাবলেট খায়। রানার্স আপ হয় কাজী আব্দুল মাজেদ একাডেমী