বাঁশখালীতে পাহাড়ী টেইলার মাটি পাচারকালে গ্রেফতার ২ জরিমানা ৫ লক্ষ অনাদায়ে ১মাসের কারাদণ্ড স্বাধীন খবর স্বাধীন খবর স্বাধীন খবর প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৪ আনিছুর রহমান নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম। চট্টগ্রাম বাঁশখালী পূজার বন্ধে থেমে নেই পাহাড় ও বালু খেখোরা বন্ধকে কাজে লাগিয়ে পাহাড়ী টেলার মাটি কেটে পাচারের সময় গ্রেফতার (২) জরিমান ৫ লক্ষ টাকা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন সহকারী কমিশনার (ভূমি) বাঁশখালী। শুক্রবার ১২ সেপ্টোম্বর ২০২৪ ইং রাত ২ ঘটিকা ২০ মিনিটের সময় বৈলছড়ি ইউনিয়নের বটতল নামক স্থান থেকে টিলা থেকে মাটি কেটে ট্রাকে করে পাচারের সময় মো: ওবায়েদুর এবং আব্দুল মালেক নামের ২ ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করে সহকারী কমিশনার (ভূমি) বাঁশখালী অবৈধভাবে মাটি কাটার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫,০০,০০০/ টাকা অর্থদণ্ড এবং ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন। বাঁশখালী উপজেলা সহকারি (ভূমি) SHARES অপরাধ বিষয়: