রাজবাড়ীতে লুব্রিকেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪

 

আল আমিন হোসেন
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ

বাংলাদেশের নাম্বার ওয়ান লুব ব্র্যান্ড মবিল ‘এমজেএল বাংলাদেশ পিএলসি’র উদ্যোগে রাজবাড়ীতে লুব্রিকেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৭ নভেম্বর সন্ধ্যায় রাজবাড়ি সদরের পালকি চাইনীজ রেস্টুরেন্টে খুচরা লুব ব্যবসায়ী ও মেকানিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালার আয়োজনটি করা হয়।

এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন এমজেএল বাংলাদেশ পিলএলসির (মবিল) সাউথ বেঙ্গলের ইনচার্জ ও এজিএম আহমেদ শিপার খান চৌধুরী, ফরিদপুর ও বরিশাল ডিভিশন টেরিটরির এক্সিকিউটিভ মো. রবিউল ইসলাম, রাজবাড়ির অনুমোদিত ডিসট্রিবিউটর মটোলুব বাংলাদেশ এর সত্ত্বাধিকারী মোঃ হাসিবুল হাসান প্রমূখ।

কর্মশালার কারণ সম্পর্কে জানতে চাইলে মোঃ রবিউল ইসলাম বলেন, ইঞ্জিন অয়েল সম্পর্কে ব্যবসায়ী ও ব্যবহারকারীদের সচেতনতা বাড়াতে এমজেএল বাংলাদেশ পিএলসি নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকেন। তারই অংশ হিসেবে এই কর্মশালা।
এদিকে কর্মশালায় আসা রাজবাড়ী মেকানিক এসোসিয়েশন এর সভাপতি ছন্টু মাতুব্বর বলেন, এই অনুষ্ঠান আমাদের সচেতনতা বাড়িয়েছে। এখন থেকে আমরা ইঞ্জিনের জন্য উপযোগী লুব ওয়েল সম্পর্কে ব্যবহারকারীদের সঠিক পরামর্শ দিতে পারবো।

কর্মশালা শেষে কুইজ কুইজ প্রতিযোগিতা, রাফেল ড্র এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।